Graphics Designer এর Computer

Graphics Designer এর Computer কি ধরনের হলে ভালো? Desktop Or Laptop?

Graphics Designer এর Computer কেমন হওয়া উচিৎ এই বিষয় নিয়ে আলোচনা শুরু করার পূর্বে Graphics Design এর সূচনাটা জানা দরকার। Graphics Design এর শেকড় অনেক প্রাচীন। যদিও এর শেকড় অনেক প্রাচীন এর পর ও  Britain এ ১৯ শতকের শেষের দিকে Graphic DesignFine Arts থেকে আলাদা হয়ে স্বতন্ত্র ভাবে আত্মপ্রকাশ করে। এরপর Print Media মাধ্যমে আক্ষরিক ভাবে Graphics Design এর পথ চলা শুরু। American বই Designer William Addison Dwiggins এর হাত ধরে ১৯২২ সালের গোঁড়ার দিকে Graphics Design তার ভূমিকা নিয়ে পথ চলতে শুরু করে।

বাংলাদেশে Graphics Design এর যাত্রা মোটামুটি ভাবে শুরু হয় ১৯৯৫-৯৬ সাল থেকে। তখন বাংলাদেশের বিভিন্ন কোম্পানিগুলো কাজ করাতো প্রিন্ট মিডিয়া বা প্রেস থেকে।

একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হল Graphics Design Sector টি শুধু চাকরির জন্য  নয়,  বরং Graphics Design থেকে Freelancing/ Outsourcing  করেও প্রতি মাসে একটি ভালো Amount Income করা সম্ভব। বর্তমানে বিভিন্ন সেক্টরে Graphics Design এর প্রয়োজনীয়তা অপরিহার্য হয়ে পড়েছে।

বর্তমানে যারা Graphic Design নিয়ে Freelancing/ Outsourcing করেন বা করতে চান তাদের প্রত্যেকের ঘুরেফিরে একটি  প্রশ্নঃ

“Graphic Design” এর জন্য ভালো Computer Configuration কেমন হবে? Laptop OR Desktop? 

বিভিন্ন Graphics Designer দের Blog থেকে দেখা গিয়েছে, তারা নিন্মক্ত Configuration গুলো Suggest করেছেনঃ
Apple MacBook, MacBook Pro, iMac. 

আমাদের প্রত্যেকের মোটামুটি একটি ধারনা আছে Mac সম্পর্কে। যেহেতু Mac অত্যন্ত উচ্চ বাজেটের তাই অনেকে Mac ক্রয় করতে আগ্রহ প্রকাশ করে না।

আর এ কারণে বেশির ভাগ মানুষ Windows Computer ক্রয় করতে আগ্রহ প্রকাশ করে। তাহলে চলুন আলোচনা করি কোন কোন Configuration এর  Computer Graphic Design এর জন্য ভালো হবেঃ

Configuration:

Motherboard: Gigabyte

Processor: Intel Core i5 / Intel core i7

Ram: Minimum 8GB for better performance

SSD Hard Disk at least 128GB

Monitor: Dell/HP/Asus

Keyboard: A4 Tech

Mouse: a47tech

এই Configuration এর বিস্তারিত জানার জন্য আমাদের Page e চোখ রাখুন।